বালিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন |
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ॥ “দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শুরুতেই উপজেলা পরিষদের সামনে হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের একটি দল অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল দেখান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ষ্টেশন কর্মকর্তা রেজাউল হক প্রমুখ। এ সময় বালিয়াকান্দি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tuesday, March 10, 2020

বালিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment