বালিয়াকান্দি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন বেশি দামে পণ্য বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা আদায় করেছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বালিয়াকান্দি বাজারের বিসমিল্লাহ ফার্মেসীকে ৩ হাজার টাকা, আনন্দ বেকারীর মালিককে ২ হাজার টাকা ও রুপের ফ্যাসানকে ৪ হাজার সর্ব মোট ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় থানা পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো.পনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment