রাজবাড়ী প্রতিনিধি ॥ করোনা প্রতিরোধ ও কর্মহীন মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সারাদিয়ে রাজবাড়ী কালুখালী উপজেলার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সমাজ সেবক মহিউদ্দিন শেখ ইনছু । নিজের জমি বিক্রি করে তিনি এই ত্রান বিতরনের টাকা সংগ্রহ করেন।
বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ত্রান বিতরন কাজের উদ্বোধন করেন কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন ।
বিতরন অনুষ্ঠানে মহিউদ্দিন শেখ ইনছু জানান,প্রতিদিন এলাকার কর্মহীন মানুষেরা ত্রানের জন্য পথ চেয়ে বসে থাকলেও কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আমারও হাতে টাকা ছিলো না। বাধ্য হয়ে নিজের জমি বিক্রি করে মাজবাড়ীর ১ হাজার পরিবারকে চাউল প্রদান করলাম। তিনি জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে তিনি এ উদ্যোগ হাতে নিয়েছেন । বিতরনকালে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে ত্রান প্রদান করেন ।
No comments:
Post a Comment