রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকেয়াবাড়ী গ্রামে শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়ীর ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ।
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকেয়াবাড়ী গ্রামে শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়ীর ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ।
উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকেয়াবাড়ী গ্রামের মফিজউদ্দীন বিশ্বাসের ছেলে সোনাউল্লা বিশ্বাস জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বসত বাড়ী ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে একই গ্রামের সুহে বিশ্বাসের ছেলে ইনামূল বিশ্বাস, মুক্তারের ছেলে মিঠু, আব্দল বিশ্বাসের ছেলে শহীদ, নজরুল, মহিদ, নজরুল বিশ্বাসের ছেলে রনি, বনি, হারু বিশ্বাসের ছেলে নিয়ন বিশ্বাস, মাজেদ বিশ্বাসের ছেলে তুহিন, শাহীন, জয়লা বিশাসের ছেলে বাঁশি, মাজেদ ও হারুন, বাঁশি বিশ্বাসের ছেলে জাহিদ, মিলন, ওমর আলীর ছেলে হোসেন, রুহুল, মানিক, হাসান সহ ভারাটিয়া প্রায় শতাধীক লোকজন দেশীয় তৈরী অস্ত্র রামদা, চাপাতী, কুড়াল ও লাঠি নিয়ে আমার নিজ নামীয় জমির উপর আমার বসত বাড়ীতে বে-আইনী ভাবে প্রবেশ করে আমাদেরকে গালী গালাজ করতে থাকে আমরা প্রতিবাদ করলে নতুন টিনের ঘর কুপিয়ে ভাংচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Sunday, April 26, 2020

বালিয়াকান্দিতে জমির বিরোধের বাড়ী ঘর ভাংচুর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment