ফারুক হোসেন,রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা রোডে ডিলার সেসার্স খাঁন এন্টার প্রইজে বুধবার সকাল থেকে টিসিবির মালামাল ন্যায্য মুল্যে বিক্রায় শুরু করা হয়েছে।
বালিয়াকান্দি বাজারে ন্যায্যমুলে টিসিবির মালামাল বিক্রায়ে সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিকসহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের লোকজন উপস্থিত ছিলেন। সেসার্স খান এন্টার প্রইজের মালিক ডিলার আব্দুল মান্নান খাঁন জানান, প্রতি পরিবারকে পাঁচ লিটার সোয়াবিন তৈল ও দুই কেজি করে চিনি পাঁচশত টাকায় ন্যায্যমুল্যে বিক্রায় করা হচ্ছে।
No comments:
Post a Comment