শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১৬ মে শনিবার ঃ মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ৮ শতাধিক শ্রমিক কর্মচারীদের ফেব্রুয়ারি, মার্চ,এপ্রিল তিন মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে আজ শনিবার সকাল ৯ টা হতে ১০ টা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকে শ্রমিক কর্মচারী কর্তৃক অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারন কাজল বসু, সহ সভাপতি মনিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক আব্দুল বারিক , অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সাবেক সভাপতি উজ্জল শেখ, সাবেক সাধারন সম্পদক শাহিন মিয়া, শ্রমিক নেতা আবুল বাসার বাদশা, আব্বাস আলী বিশস প্রমুখ। অবস্থান ধর্মঘট পরবর্তী একটি বিক্ষোভ মিছিল চিনিকলের এমডি ভবন, প্রধান সড়ক, প্রধান গেট প্রদক্ষিন করে। উল্লেখ্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান কার্যালয়ে এপ্রিল পর্যন্ত বেতন ভাতা পরিশোধ হলেও একই কর্পোরেশনের আওতাধীন ১৫ টি চিনিকলের শ্রমিক কর্মচারীদের তিন মাসের বেতন ভাতা বকেয়া থাকায় শ্রমিক কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
চলতি বছর ফরিদপুর চিনিকলের ৪ হাজার ৫ শত ৪৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদন হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৭৬ মেট্রিকটন চিনি অবিক্রিত রয়েছে যার বাজার মুল্য প্রায় সাড়ে ১৮ কোটি টাকা। শ্রমিক কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ভাতার টাকার পরিমান প্রায় ৫ কোটি টাকা। শ্রমিক নেতৃবৃন্দ চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ও বেতন ভাতা পরিশোধের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ঈদের আগেই বেতন ভাতা পরিশোধ না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা করা হয়।
No comments:
Post a Comment