সাথী, রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতাল চত্বরে জননী ক্লিনিকসহ ২০ টি বাড়ী লকডাউন ঘোষনা করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, বালিয়াকান্দি হাসপাতাল এলাকাতে আব্দুর রব তার গাড়ীতে করোনা রোগী বহণ করায় ও জননী ক্লিনিকের তিন জন স্টাফ ঐ বাড়ীর ভাড়াটিয়া ও রোগীদের সংস্পর্ষে আসার কারণে বাড়ী সহ জননী ক্লিনিক ও জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে ১৯ টি বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে। তাদের নমনা সংগ্রহের প্রস্থুতি চলচ্ছে।
No comments:
Post a Comment