ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষ হতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদরে চারশত, নবাবপুর চারশত ও জামালপুর চারশত সর্বমোট তিনটি ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার সকালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গরীব, দুঃস্থ, দিনমজুর ও নিম্ন আয়ের পেশাজীবী ১২শত পরিবারের মধ্যে ১০ কেজি চাইল ও নগত ৫০ টাকা করে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চাউল ও নগত টাকা বিতরণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী সরদারসহ ট্যাগ অফিসারগণ, ইউপি সচীববৃন্দ ও বিভিন্ন ইউপি সদস্যদের উপস্থিতিতে প্রত্যেকে পরিবারের মধ্যে ১০ কেজি চাউল ও নগত ৫০ টাকা করে বিতরণ করা হয়েছে।
No comments:
Post a Comment