ফারুক হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের নদীর পাড়ে বাড়ী এ্যাসেড কার্যালয়ে করোনা ভাইরাস জনিত কারণে দুঃস্থদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে এ্যাসেডের নিজ অর্থায়নে এনজিও ফাউন্ডেশনের উপকারভোগী ও বহরপুর এবং নবাবপুর ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধি, বৃদ্ধ ও এতিমদের মধ্য ৫১জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এদের মধ্যে ১৯জনকে চাল, আলু, চিনি, লেবু এবং ৩২জনকে খেজুর, চিনি, সেমাই, তৈল, লেবু, ডাল ও নগদ টাকা প্রদাণের সময় সহেযাগী অধ্যাপক ডাঃ বোরহান উদ্দিন , এ্যাসেডের নির্বাহী পরিচালক মুহাম্মদ শাহজাহান সিদ্দিক, উপদেষ্টা মোশারফ হোসেন, সদস্য আসাদ শেখ, আবু সালেহ, সাহেরা বেগম উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment