রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকালে পরিবহন ও নির্মাণ শ্রমিকদের মধ্যে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
ফারুক হোসেন.বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকালে পরিবহন ও নির্মাণ শ্রমিকদের মধ্যে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে ৭০জন ও বহরপুর ইউনিয়ন পরিষদে একশত জন সর্বমোট ১৭০ জন পরিবহন ও নির্মণ শ্রমিদের প্রত্যেকে ১০কেজি করে চাউল ও নগদ ৫০ টাকা বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার ওসি একে এম আজমল হুদা, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিমসহ ইউনিয়ন পরিষদের সচিব, ট্রাগ অফিসার ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Friday, May 8, 2020

বালিয়াকান্দিতে পরিবহন ও নির্মাণ শ্রমিকদের মধ্যে চাউল ও টাকা বিতরণ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment