বালিয়াকান্দিতে বৃষ্টির পানি গড়াকে কেন্দ করে প্রতিপক্ষের হামলায় আহত-১০
রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাটিয়াবাড়ী গ্রামে শুক্রবার সকালে বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
উপজেলার জামালপুর ইউনিয়নের মাটিয়াবাড়ী গ্রামের হাজারী মন্ডলের ছেলে সুদেব মন্ডল জানান, বসত বাড়ীর টিনের ঘরের বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে আমাদের বসত বাড়ীতে বে-আইনী ভাবে প্রবেশ করে হামলা চালিয়ে
কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে আহত করেছে প্রতিপক্ষ।
আহতরা হলেন, সুনিল মন্ডল, গোপাল মন্ডল, সুশান্ত মন্ডল, কৃষ্ণ মন্ডল, নেপাল মন্ডল, বিকাশ মন্ডল, পারুল মন্ডলসহ ১০ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করেছে একই বাড়ীর সুভাষ মন্ডল, অমরেশ মন্ডল, অশোক মন্ডল, কুমারেশ মন্ডল, বিধান মন্ডল, বিশ্ব মন্ডল, হৃদয় মন্ডল, গোকুল মন্ডল, শলক মন্ডল, বিপ্লব মন্ডলসহ প্রতিপক্ষের লোকজনেরা। এ সময় আমরা চিৎকার করলে বাড়ীর আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় বালিয়াকান্দি থানায় ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Saturday, May 30, 2020

বালিয়াকান্দিতে বৃষ্টির পানি গড়াকে কেন্দ করে প্রতিপক্ষের হামলা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment