ফরিদপুর জেলার মধুখালী সদর উপজেলার পশ্চিম গারাখোলার শাহিদুল বিশ্বাসের বসত বাড়ীর জায়গা দখল নেবার চেষ্টা করেন
ফরিদপুর প্রতিনিধি,ফরিদপুর জেলার মধুখালী সদর উপজেলার পশ্চিম গারাখোলার শাহিদুল বিশ্বাসের বসত বাড়ীর জায়গা দখল নেবার চেষ্টা করেন,তার ভাতিজা,আজিজার বিশ্বাসের, ছেলে তুহিন বিশ্বাস, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে এলাকাবাসী সুত্র জানাজায়, গত ২/৫/২০২০ তারিকে আনোমানিক দুপুর২ টার দিকে, শাহিদুল বিশ্বাসের বাড়ীতে,আজিজার বিশ্বাসের ছেলে তুহিনের নেত্রীতে সবে মাত্র নির্মিত রান্নাঘর দেওয়া কেন্দ্রকরে বাড়ীতে ভাঙচুর করে,আজিজার,তুহিন মনা,সামছু,বরাট,ও,সাহিন,
এ সময় বাড়ীতে থাকা শাহিদুল বিশ্বাসের ছেলে ইমাম বাধা দিলে তুহিন রামদা দিয়ে,তাকেও কুপিয়ে হত্যার চেষ্টা করেন ৮/১০/জনের একদল সন্ত্রাসী, শাহিদুল বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে, ব্যাপক ভাংচুর করে,এ সময় কমপক্ষে ২জন গুরুতর আহত হয়েছে, আহতদেরকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে,এদিকে তুহিনের সাথে সাংবাদিকদের মুঠো ফোনে জমিদখল ও মারামারি বিষয় জানতে চাইলে তাকে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি, পুলিশ ও এলাকাবাসী জানায়, আজিজার,ও শাহিদুলের জায়গাজমির মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে, আজিজার বিশ্বাসের ৮/১০/জনের একদল সন্ত্রাসী উক্ত সম্পত্তিতে জোর পৃর্বক জবর দখলের জন্য হামলা চালায়,এসময় ইমাম বিশ্বাস ও তার আত্মীয়স্বজনরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন,এবিষয় শাহিদুল বিশ্বাস বাদি হয়ে মধুখালী থানায় অভিযোগ দায়ের করেন
Sunday, May 3, 2020

মধুখালীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment