গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর অর্থায়নে ও উপজেলা সমাজসেবার কার্যালয়ের বাস্তবায়নে রাজবাড়ীর বালিয়াকান্দি অফিসার্স ক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে প্রতিবন্ধি ও দুঃস্থ অসহায় ১২০টি পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর অর্থায়নে ও উপজেলা সমাজসেবার কার্যালয়ের বাস্তবায়নে রাজবাড়ীর বালিয়াকান্দি অফিসার্স ক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে প্রতিবন্ধি ও দুঃস্থ অসহায় ১২০টি পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
উপজেলার ১২০টি পরিবারের মধ্যে প্রত্যেকে ১০ কেজি চাউল, এক কেজি আটা, এক লিটার তৈল, এক কেজি ডাউল, একটি সাবান, এক কেজি লবণ ও দুই পেকেট সেমাই ও এক কেজি চিনি বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু দারদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রতিবন্ধি, দুঃস্থ ও অসহায় পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
Friday, May 22, 2020

বালিয়াকান্দিতে করোনা প্রাদুর্ভাবে দুঃস্থ ও প্রতিবন্ধিদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment