ফারুক হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদোগে মঙ্গলবার সকালে জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৫৩টি দলিত হরিজন সম্প্রদায়ের পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক উপহার জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ও উপজেলা সমাজসেবার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার দলিত হরিজন সম্প্রদায়ের ৫৩টি পরিবারের মধ্যে প্রত্যেকে ১০ কেজি চাউল, দুই কেজি আটা, এক লিটার তৈল, এক কেজি ডাউল, এক টা সাবান, এক কেজি লবণ ও নগদ একশত টাকা করে বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী সরদারসহ ইউপি সদস্যরা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment