১১০টি অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে ইদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, দানবীর ও বিশিষ্ট সমাজসেবক মো: আবুল হোসেন খান।
ফারুক হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি ॥ ১১০টি অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে ইদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, দানবীর ও বিশিষ্ট সমাজসেবক মো: আবুল হোসেন খান।
শুক্রবার বিকালে উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ওসমান গণী মানিকের বাড়ীতে ১১০টি পরিবারের মধ্যে জনপ্রতি পাঁচশত টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন প্রফেসর মো. হাবিবুর রহমান হাবিব, মনিরুল ইসলাম সহ এলাকার গণমান্য ব্যক্তি। সহায়তা প্রদানকালে করোসংক্রমন প্রতিরোধ বিষয়ে সবাই সচেতন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
Friday, May 22, 2020

বালিয়াকান্দিতে শতাধিক দুঃস্থপরিবারের পাশে দানবীর চেয়ারম্যান আবুল হোসেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment