রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে জোড়পুর্বক তুলে নিয়ে ধর্ষন করেছে বলে অভিযোগ। থানায় ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
স্টাফ রিপোর্টর ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে জোড়পুর্বক তুলে নিয়ে ধর্ষন করেছে বলে অভিযোগ। থানায় ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন বলেন, মঙ্গলবার বিকালে কালুখালী উপজেলার মৃগী এলাকার বাবার বাড়ী থেকে অস্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী (১৪) নানাবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে তাকে জোড়পুর্বক ভ্যান যোগে তুলে নিয়ে যায় ৩জন।
ইসলামপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের এক পুকুর চালায় নিয়ে ওই ছাত্রীকে ২ সহযোগীর সহযোগিতায় ধর্ষন করে। রাত ১০টার দিকে থানা পুলিশ পুকুর চালা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। রাতেই বালিয়াকান্দি থানায় ওই ছাত্রীর মাতা বাদী হয়ে ধর্ষন মামলা হয়েছে। বৃহস্পতিবার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Thursday, May 28, 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment