কালবৈশাখীর তান্ডব মধুখালীতে ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি
শাহজভাহাজন হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৯ মে শনিবার: ফরিদপুরের মধুখালীতে শুক্রবার দিবাগত রাতে মধুখালী পৌরসভা ও একটি ইউনিয়নের কয়েকটি গ্রামে কাল বৈশাখীর তান্ডবে শতাধিক বসতবাড়িসহ ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ও মেগচামী ইউনিয়ন চেয়ারম্যান হাসান আলী খান জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের তান্ডবে পৌরসভার গোন্দারদিয়া, আলমপুর, মেছরদিয়া, গোপালপুর, মহিষাপুর, গাড়াখোলা এবং উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী, বামুন্দিবালিয়াকান্দি, রামদিয়া, রুকুনিসহ কয়েকটি গ্রামে প্রায় শতাধিক কাঁচা ও পাকা আধাপাকা বসতবাড়ি সহ ঘড়বাড়ি পরে ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়।
Saturday, May 9, 2020

মধুখালীতে ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment