ছাত্রলীগ নেতা রাশেদুল হক রঞ্জুর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআনখানী ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: ছাত্রলীগ নেতা রাশেদুল হক রঞ্জুর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআনখানী ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯৯৩ সাল ১৬ ই মে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিম পাবনায় আগমন উপলক্ষে মরহুম ওয়াজ উদ্দিন খান এমপির গাড়িতে ছাত্রলীগ নেতা রাশেদুল হক রঞ্জু প্রচারণা চালানোর সময় নব্য বিএনপি দৃর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন।
রাশেদুল হক রঞ্জুর পরিবার এক বিবৃতিতে জানান, যারা রাশেদুল হক রঞ্জুর মতো প্রতিভাবান ছাত্রনেতাকে হত্যা করেছিল, তারাই আজ আওয়ামী লীগে জায়গা করে নিয়েছে। এ খুনী চক্র আজ দলের ভেতরে ঢুকে পড়েছে। এই খুনীদেরকে যারা দলের মধ্যে জায়গা দিয়েছে, তাদের প্রতি ধিক্কার ও তীব্র নিন্দা জানাই। সেই সাথে রঞ্জুর মতো এরকম নৃসংতায় যেন আর কাউকে জীবন দিতে না হয়।
Sunday, May 17, 2020

ছাত্রলীগ নেতা রাশেদুল হক রঞ্জুর ২৭তম মৃত্যু বার্ষিকী পালন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment