স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত ভোক্তা অধিকার" এ শ্লোগানকে সামনে রেখে ডিএনসিআরপি রাজবাড়ী,বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক অভিযান অব্যাহত রেখেছে।
রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা ও পরিচালক প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী পরিচালক রাজবাড়ী শরীফুল ইসলামের এর নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি বাজারের মুদি ও কাঁচাবাজারসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৩৮ ধারায় কালাচাঁদ কুন্ডু স্টোর ও কুন্ডু এন্ড সন্স কে ৩ হাজার ও ৫ হাজার টাকা করে ২ টি প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার নির্দেশনা এবং পণ্যদ্রব্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়। ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় । সহযোগিতায় জেলা প্রশাসন, বালিয়াকান্দি উপজেলা পুলিশ প্রশাসন এবং জেলা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, রাজবাড়ী। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।
No comments:
Post a Comment