প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ও ফরিদপুরর জেলা পরিষদের অর্থায়নে খাদ্য সামগ্রী আজ মঙ্গলবার দুপুর ১২টায় অসহায় সাড়ে এগারশত কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, দুধ, চিনি খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন বুলবুল।
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১২ মে মঙ্গলবার : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ও ফরিদপুরর জেলা পরিষদের অর্থায়নে খাদ্য সামগ্রী আজ মঙ্গলবার দুপুর ১২টায় অসহায় সাড়ে এগারশত কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, দুধ, চিনি খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন বুলবুল।
তিনি প্রথমে মধুখালী সদরের টাওয়ার বিল্ডিং প্রাঙ্গণে সাড়ে ৫ শত এবং বাগাট ভবতরন সংঘ মাঠে বাগাট ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ৬ শত দুস্থ্য লোকের মাঝে সরকারের মানবিক সহায়তা প্রকল্পের খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ দিন মোট ১হাজার ১শ ৫০ টি পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, জেলা পরিষদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, সুরাইয়া সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুল ইসলাম, বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খান, সহ-সভাপতি মো. হামিদুর রহমান, পৌর আওয়্মাী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকনসহ স্থানীয় আ‘লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
No comments:
Post a Comment