ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন (৬৫) নিহত হয়েছে।
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন (৬৫) নিহত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের পুরাতন হাট চাদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তিনি মোবারকগঞ্জ চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা, হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন কালীগঞ্জ পুরাতন হাট চাদনি এলাকায় কাচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়।
এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্য শিবলি নোমানী, মোবারকগঞ্জ চিনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ মোচিকের শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্বিত করেছেন।
Wednesday, June 3, 2020

কালীগঞ্জে ট্রাক চাপায় ইমাম নিহত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment