ফারুক হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামের বিগত ১৭ই জুনে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে আজ সকালে খাদ্য সহায়তা প্রদান করেন নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি শেখ মহিদুল ইসলাম।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইমরান খান ও রাজিব বিশ্বাস। বিগত ১৭ই জুন পাটকিয়াবাড়ি গ্রামের মোঃ ইউনুচ আলীর মেয়ে সম্পা খাতুনের করোনা পজেটিভ আসে। মহিদুল ইসলাম জানান, রাজবাড়ী ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুলের নির্দেশনায় করোনার সংকটময় মুহুর্তে এ খাদ্য সহায়তা হিসেবে কাঁচা বাজার ,চিড়া চিনি ও শিশুদেও জন্য বাড়তি খাবার দেওয়া হয় ।
No comments:
Post a Comment