স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক বিকাশ প্রতারক চক্রের সদস্যকে ধরে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) নাদের আলী শেখ বলেন, বুধবার দুপুরে বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামে নির্বাচন কমিশনের লোক পরিচয় দিয়ে বাড়ী বাড়ী গিয়ে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে ভোটার আইডি কার্ডের নম্বর সংগ্রহ করে বিকাশ খুলছিল।
বিষয়টি স্থানীয় লোকজন আমাকে অবগত করলে তাকে ধরে বহরপুর ইউনিয়ন পরিষদে আনা হয়। তার নাম রাজু (২৫)। সে রাজবাড়ী সদর উপজেলার নতুন জেলখানা এলাকার রহিম বিশ্বাসের ছেলে হিসেবে পরিচয় দেয়। তার কথাবার্তা এলোমেলো। পরে বালিয়াকান্দি থানার এ,এস,আই আজিজুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।
এব্যাপারে বালিয়াকান্দি থানার এ,এস,আই আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য, বালিয়াকান্দিতে দীর্ঘদিন যাবৎ মোবাইল প্রতারনাকারী চক্র ওয়েলকামপার্টির সদস্যরা সক্রিয় রয়েছে। তারা বিকাশ, রকেটসহ বিভিন্ন পন্থায় দেশের বিভিন্ন এলাকার মানুষের সাথে প্রতারনা করে আসছে।
No comments:
Post a Comment