২০২০সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজবাড়ী জেলার মেয়েদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
স্টাফ রিপোর্টার ॥ ২০২০সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজবাড়ী জেলার মেয়েদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেখা যায়, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস গোল্ডেন এ প্লাস সহ সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৭ নম্বর পেয়ে প্রথমত উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এটাই এবছর জেলার মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর। যা অর্জন করেছে জান্নাতুল ফেরদৌস।
রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান বলেন, ফলাফলের দিক দিয়ে এবছর সাফল্য চোখে পড়ার মতো। জান্নাতুল ফেরদৌসের এ ফলাফল সুনাম বয়ে এনেছে। আমি তার উজ্জল ভবিষ্যত কামনা করছি।
এছাড়াও সব ছাড়িয়ে জেলার মাঝে সর্বোচ্চ আসনে নিয়ে গেছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
এ সাফল্য সে তার মা, শিক্ষকমন্ডলী এবং শুভাকাঙ্ক্ষী দের প্রতি উৎসর্গ করেছে।
জান্নাতুল ফেরদৌসের বাবা মারা গেছেন। তার মায়ের অনুপ্রেরনায় লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মরহুম জাহিদ হাসান ও গৃহিনী মাতা নার্গিস হাসানের সন্তান।
ছোটবেলা থেকেই সে পড়াশোনার পাশাপাশি নিজেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড সহ সৃজনশীল কাজে অংশ গ্রহণ করে বিভিন্ন সময় শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তার এই ফলাফলে খুবই গর্বিত।
দেশের মধ্যে রাজবাড়ীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যাশায় সকলের দোয়া প্রত্যাশী।
জান্নাতুল ফেরদৌস ৫ম শ্রেণীতে ও ৮ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস লাভ করে।
জান্নাতুল ফেরদৌস এক অনুভুতি প্রকাশ করে জানায়, আমার এ ফলাফলে বিশেষ ভুমিকা রেখেছেন আমার মা, শিক্ষক ও আমাকে উৎসাহ যুগিয়েছেন অনেক শুভানুধায়ী। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। সকলের নিকট দোয়া কামনা করি।
উল্লেখ্য, এ বছর এস,এস,সির ফলাফলে বালিয়াকান্দি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রক্তিম দে গোল্ডেন এ প্লাস সহ সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৮ নম্বর পেয়ে প্রথম, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের শিক্ষার্থী অধরা জামান কথা গোল্ডেন এ প্লাস সহ সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে জেলার দ্বিতীয় স্থান অধিকার করে।
Wednesday, June 10, 2020

এসএসসিতে মেয়েদের মধ্যে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জান্নাতুল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment