বালিয়াকান্দি ইউএনও অফিসের দুই জন স্টাফসহ রাজবাড়ীতে নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে।
রাজবাড়ী প্রতিনিধি: বালিয়াকান্দি ইউএনও অফিসের দুই জন স্টাফসহ রাজবাড়ীতে নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সর্বশেষ ১৯৩ টি স্যাম্পলের মধ্যে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৯ জন করোনা আক্রান্ত। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন, বালিয়াকান্দি উপজেলায় ইউএনও অফিসের দুই স্টাফসহ ৪ জন, গোয়ালন্দ উপজেলায় ২ জন এবং পাংশা উপজেলায় ৫ জন আক্রান্ত রয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৮৫ এবং মারা গেছে ২ জন।
No comments:
Post a Comment