ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর, ইসলামপুর, নবাবপুর, বহরপুর, নারুয়া, জামালপুর ও জঙ্গল ইউনিয়নে করোনা ভাইরাস জনিত কারণে ১৫শত চা দোকান ও হোটেলের শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিটি পরিবারের মধ্যে ২০ কেজি চাউল ও নগদ ১৫০ টাকা করে প্রদাণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম পরিদর্শন করেন। এ সময় সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment