শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৩ জুন মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে পৌরসভার মেছড়দিয়া গ্রামের আমজাদ মোল্যার ছেলে মানষিক ভারসাম্যহীন মো.আব্দুল্লাহ বাড়ী থেকে বের হয়ে ৭ দিনেও ফিড়ে আসেনি।
তার মায়ের মধুখালী থানায় সাধারন ডাইরীর সুত্রে জানা গেছে ২৬ মে সকাল বেলা বাড়ী থেকে বের হয়ে ৭দিনেও মো.আব্দুল্লাহ মোল্যা(২৩) আর বাড়ীতে ফিড়ে আসেনি। এ ব্যাপারে মধুখালী থানায় একটি লিখিত সাধারন ডাইরী করা হয়েছে। ডাইরী নং ৯১৬ তারিখ ২৭ মে ২০২০খ্রিঃ। নিখোজের সময় তার পড়নে জীনসের শার্ট প্যান্ট ছিল। সে মানষিক ভারসাম্যহীন। তার মায়ের মোবাইল -০১৭৭৮৭৮৯৫৮০ ।
No comments:
Post a Comment