পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ১১ মামলার আসামি মাদক সম্্রাট ছোবাহান (৪০) নামের পেশাদার মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে সাঁথিয়া উপজেলার করমজা সরদার পাড়া গ্রামের মৃত-আব্দুর রশিদ এর ছেলে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ১১ মামলার আসামি মাদক সম্্রাট ছোবাহান (৪০) নামের পেশাদার মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে সাঁথিয়া উপজেলার করমজা সরদার পাড়া গ্রামের মৃত-আব্দুর রশিদ এর ছেলে।
আজ ভোর রাতে পাড়-করমজা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে মাদকের একটি বড় চালান পাড় করমজা থেকে পাচার হবে। এমন সংবাদে ওসি মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযানে বের হয় পুলিশ। এ সময় উপজেলার পাড় করমজা কবরস্থান এলাকায় পৌঁছামাত্র কতিপয় মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকরাউন্ড গুলি বিনিময় হয়।
পরে ঘটনাস্থল থেকে সোবাহান কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই বেড়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১শে জুন) সকাল ৬টার দিকে সে মারা যায়।
এ ঘটনায় দুইজন পুলিশ সদস্যে আহত হয়। ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন একটি ওয়ান স্যুটার গান, এক রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের ১১টি মামলা রয়েছে বলেও জানান ওসি তদন্ত।
Sunday, June 21, 2020

সাঁথিয়ায় ১১ টি মাদক মামলার আসামি মাদক সম্্রাট সোবহান বন্দুক যুদ্ধে নিহত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment