ঢাকার আশুলিয়ার জামগড়া সিনহা গ্রুপের পোশাক কারখানার সিকিউরিটি গার্ড করোনা আক্রান্ত হয়ে বুধবার সকালে মুগদা কোবিট হাসপাতালে মারা গেছেন।
স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আশুলিয়ার জামগড়া সিনহা গ্রুপের পোশাক কারখানার সিকিউরিটি গার্ড করোনা আক্রান্ত হয়ে বুধবার সকালে মুগদা কোবিট হাসপাতালে মারা গেছেন। ওই গার্ডের গ্রামের বাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, থানা পুলিশের সদস্যদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার বলেন, আমিসহ উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার উপস্থিতি সম্পুর্ন ধর্মীয় রীতি অনুযায়ী ইকরামুল মুসলেমিন নামক সেচ্ছাসেবী সংগঠন দাফন কার্য সম্পন্ন করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ঢাকায় মারা যাওয়া ওই সিকিউরিটি গার্ডের লাশ বিকাল সাড়ে ৩টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Wednesday, June 10, 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment