রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলারশালকী-নিশ্চিন্তপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকের খাবারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিক্ষক রাকিবুল ইসলাম (২০) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলারশালকী-নিশ্চিন্তপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকের খাবারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিক্ষক রাকিবুল ইসলাম (২০) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের লিয়াকত আলী মোল্যার ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুল ইসলাম বলেন, বুধবার রাতে মাদ্রাসার ছাত্র শামীম ও তার খাবার আসে পার্শ্ববর্তী আমজাদ মন্ডলের বাড়ী হতে খাবার আসে। রাত আনুমানিক ৯টার দিকে খাবার বসলে ৩-৪ মুট খাবার মুখে দেওয়া মাত্রই বালি বালি ভাব অনুভব হয়। খাবারটি অস্বাভাবিক মনে হয়। পরে বমি বমি ভাব অনুভব করলে মাদ্রাসার মোহতামিম আব্দুর রাজ্জাক এগিয়ে আসেন। অসুস্থতা অনুভব করলে স্থানীয় চিকিৎসকের শরনাপন্ন হন।
পল্লী চিকিৎসক দু,টি ইনজেকশন পুশ করে, তার অবস্থার পরিবর্তন না হয়ে ক্রমান্বয়েই বৃদ্ধি পাওয়ায় রাতেই বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা ওয়াশ করে। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। তবে তার দাবী খাবারে কেউ বিষ প্রয়োগ করেছে।
মাদ্রাসার মোহতামিম আব্দুর রাজ্জাক বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠালঘ্ন থেকেই আকমল হোসেন ওরফে আকু বিশ্বাস পরিবার বিরোধিতা করে আসছিল। তাদের যোগসাজসে এ ঘটনা ঘটতে পারে।
শালমারার আকমল হোসেন আকু বিশ্বাস বলেন, মাদ্রাসার কর্মকান্ডে আমরা সন্তষ্ট নয় বিধায় মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এ কারণে তারা শত্রু মনে করেন।
বালিয়াকান্দি হাসপাতালের আরএমও ডা. ফারুক হোসেন বলেন, হাসপাতালে আসার পর তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন শঙ্কামুক্ত। বিষের বিষয়ে পরীক্ষা নিরিক্ষা ছাড়া বলা যাবে না। তবে তাকে ওয়াশ করা হয়েছে।
Thursday, June 11, 2020

বালিয়াকান্দিতে মাদ্রাসার শিক্ষকের খাবারে বিষ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment