সরাসরি কৃষকের কাছে থেকে বোরো ধান ক্রয়ের লক্ষে মধুখালীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৩ জুুন বুধবারঃ ফরিদপুরের মধুখালীতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে বোরো ধান ক্রয়ের কৃষক নির্বাচন উন্মুক্ত লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
বিশেষ অতিথি চিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাব মন্ডল ও উপজেলা খাদ্য নিয়োন্ত্রক মো. রেজাউল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাঊল হক বকু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মোরাদুজ্জামান মুরাদ, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল ও খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল হোসেন।
এ মৌসুমে সরকার মধুখালীতে ৯৫৭ মেট্টিক টন বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করবেন। ১ টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ১ হাজার ৬শ ২৯ জন তালিকা ভুক্ত কৃষকের মধ্য থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৬ শত ৮৭ জন কৃষক নির্বাচন করা হয়েছে। একজন কৃষক সর্বচ্চ ৩ মেট্টিক টন এবং সর্বনিম্ন ১৫০ কিজি পর্যন্ত বোরো ধান দিতে পারবেন।
Wednesday, June 3, 2020

মধুখালীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment