ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সকালে তিনশত পরিবারের মধ্যে সার্জিক্যাল মাস্ক, হাতদোয়া সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
উপজেলার ইসলামপুর ও নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মাস্ক, হাতধোয়া সাবান ও ব্লচিং পাউডার বিতরণের সময় নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান রানাসহ ইউপি সদস্যরা এলজিএসপি-৩ এর আওতায় ২০১৯-২০ অর্থ বছরের অর্থায়নে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষায় দারিদ্র ও ঝুকিপুর্ণ ১৫০টি পরিবারকে পাঁচটি করে সার্জিক্যাল মাস্ক, দুইটি করে হাতধোয়া সাবান ও এক কেজি করে ব্লিচিং পাউডার ও নবাবপুর ইউনিয়নে ১৫০টি পরিবারের মধ্যে পাঁচটি করে সার্জিক্যাল মাস্ক, দুইটি করে হাতধোয়া সাবান ও পাঁচশত গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করেন।
No comments:
Post a Comment