বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি, ভারতীয় কমিটির সদস্য ও বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কমরেড মহেন্দ্রনাথ দাস (৮০) হৃদযন্ত্রেও ক্রীড়া বন্ধ হয়ে সোমবার সকাল ৭টায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি, ভারতীয় কমিটির সদস্য ও বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কমরেড মহেন্দ্রনাথ দাস (৮০) হৃদযন্ত্রেও ক্রীড়া বন্ধ হয়ে সোমবার সকাল ৭টায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার আকসিক মৃত্যুতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বালিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে লাল সালাম ও শেষ শ্রদ্ধা জানান কমিউনিস্ট পার্টির সভাপতি এস,এম দাউদ খান,সাধারন সম্পাদক সনজিৎ কুমার দাস, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, ওয়াকার্স পার্টির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ছলেমান আলী মোল্যা দলু, সাধারন সম্পাদক শামসুল আলম প্রমুখ। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলেসহ নাতী-নাতনী রেখে গেছেন। সোমবার বিকাল সাড়ে ৩টায় বালিয়াকান্দি কেন্দ্রীয় মহাশ্মশানে সৎকার করা হয়।
Monday, June 29, 2020

উপজেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মহেন্দ্রনাথ দাস আর নেই
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment