পাবনার সুজানগর উপজেলার কৃতিসন্তান যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাঈদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
পাবনা: পাবনার সুজানগর উপজেলার কৃতিসন্তান যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাঈদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বাদ আছর উলাট মাদ্রাসা মাঠে গার্ড অব অনার প্রদানের পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আজ (শুক্রবার) সকালে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
আনিসুর রহমান ১১ই ডিসেম্বর সুজানগর থানা শক্রমুক্ত করতে গিয়ে চোখের কোনায় গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি (দুটি চোখ) হারান তিনি। রক্তনালীর বিরল রোগের কারণে সার্জারির মাধ্যমে গত ১১ মে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার ২টি পা কেটে ফেলা হয়।
তিনি ৭ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন এবং প্রথম শ্রেণির ভাতাপ্রাপ্ত একজন যোদ্ধাহত অন্ধ মুক্তিযোদ্ধা ছিলেন।
মুক্তিযুদ্ধশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাঈদের বাবাকে সাক্ষাতের জন্য খবর পাঠালে তারা বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন। বঙ্গবন্ধুর সাথে কথোপকথন তৎকালীন সাপ্তাহিক ’মুক্তি বার্তা’ পত্রিকায় ছাপা হয়েছিল। যোদ্ধাহত অন্ধ বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাঈদ জাতির পিতা বঙ্গবন্ধুর ভালবাসা নিয়ে অন্ধ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এমএ পাশ করেন।
Friday, June 12, 2020

Home
Unlabelled
পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাঈদ’র দাফন সম্পন্ন
পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাঈদ’র দাফন সম্পন্ন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment