ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রোজিনা নামে সাড়ে ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রোজিনা নামে সাড়ে ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা জানায়, বালিয়াডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাবুল বিশসের শিশু কন্যা রোজিনা বিকাল তিনটার দিকে খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়।
কিছু সময় পর পরিবারের লোকজন তাকে না পেয়ে খোজাখুজি শুরু করে। বিকাল ৪টার দিকে বাড়ির সামনে পুকুরে শিশুটির লাশ ভাসছে দেখে উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Tuesday, June 23, 2020

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment