রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের নৈওয়াজ শেখের ছেলে ও বালিয়াকান্দি উপজেলা কবি, শিল্পী, সাহিত্যিক সংগঠনের সাবেক সাধারন সম্পাদক কবি সাদেক আলী দেওয়ান (৭৮) ২০১৭ সালের ১৪ জুন রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের নৈওয়াজ শেখের ছেলে ও বালিয়াকান্দি উপজেলা কবি, শিল্পী, সাহিত্যিক সংগঠনের সাবেক সাধারন সম্পাদক কবি সাদেক আলী দেওয়ান (৭৮) ২০১৭ সালের ১৪ জুন রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার নিজবাড়ীতে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ইফতার মাহফিলের আয়োজন করে।
কবি সাদেক আলী দেওয়ানের ছেলে আবু সাঈদ জানান, মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, কবি সাদেক আলী দেওয়ান রচিত কালের চক্র, প্রভাত মঞ্জুরী, চাষীর ঘাড়ে সহ ৭টি বই প্রকাশিত হয়েছে। এখনো অনেক লেখা অপ্রকাশিত রয়েছে। এখনও অসংখ্য লেখা প্রকাশের অপেক্ষায় রয়েছে। অর্থাভাবে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
Monday, June 15, 2020

বালিয়াকান্দিতে কবি সাদেক আলী দেওয়ানের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment