ঘূর্ণিঝড় আমফানের ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে জিসান (১২ মাস) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ২৩ মে শনিবার ঃ ঘূর্ণিঝড় আমফানের ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে জিসান (১২ মাস) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত শুক্রবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি শেলাহাটি গ্রামের হাবিবুর রহমানের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘূর্ণঝড় আম্ফানের বৃষ্টিতে বাড়ির পাশে ডোবায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এক পর্যায়ে শিশুটি বাড়ির ওঠান থেকে হামাগুড়ি দিয়ে ওই ডোবায় জমে থাকা পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজি করে শিশুটিকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, শিশুটি জরুরী বিভাগে আনার আগেই মারা যায়।
Monday, June 1, 2020

Home
Unlabelled
বোয়ালমারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
বোয়ালমারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment