করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় মুহূর্তে রাজবাড়ী জেলা অ্যাম্বাসেডরদের উদ্যোগে ঘরে থাকা শিক্ষার্থীদের শিখন- শেখানো কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে Rajbari Online School এর অসামান্য উদ্যোগ সারা দেশে প্রশংসিত হয়েছে।
dviæK †nv‡mb, ivRevox cÖwZwbwa: করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় মুহূর্তে রাজবাড়ী জেলা অ্যাম্বাসেডরদের উদ্যোগে ঘরে থাকা শিক্ষার্থীদের শিখন- শেখানো কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে Rajbari Online School এর অসামান্য উদ্যোগ সারা দেশে প্রশংসিত হয়েছে।
করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের জনজীবন স্তব্ধ। একদিকে
করোনা ভাইরাস
সংক্রমণের ভয় এবং অন্যদিকে কঠোর লকডাউন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিষ্ঠান দীর্ঘ সময়ের জন্য বন্ধ ঘোষনা করায় অভিভাকবৃন্দ ও শিক্ষার্থীরা দিশেহারা; ঠিক সেই মুহূর্তে সরকারি উদ্যোগের পাশা-পাশি রাজবাড়ী জেলা অ্যাম্বাসেডরদের
পক্ষ থেকে
মোঃ বেলাল
উদ্দিন আহম্মেদ (জেলা অ্যাম্বাসেডর, রাজবাড়ী)
রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইকবাল হাসান-এর সাথে পরামর্শক্রমে ঘরে থাকা শিক্ষার্থীদের
জন্য অনলাইন
লাইভ ক্লাসের
উদ্যোগ গ্রহণ
করেন।
Rajbari Online School এর উদ্যোগতা মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ জানান, গত ১৮এপ্রিল ২০২০ইং থেকে অদ্যাবধি রাজবাড়ী অনলাইন স্কুলের কার্যক্রম অব্যাহত আছে। প্রাথমিক,
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর দক্ষ শিক্ষকদের পরিচালনায় লাইভ ক্লাস চলমান রয়েছে । পারিপার্শিক নানা প্রতিকূলতার মধ্যে থেকেও রাজবাড়ী জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগী এবং দক্ষ শিক্ষকবৃন্দ দ্বারা প্রতিদিন গড়ে ১২টি করে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালিত হচ্ছে। ঘরে থাকা শিক্ষার্থীদের
শিখন-শেখানো
কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে রাজবাড়ী অনলাইন স্কুল এর কার্যক্রম ইতমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ উভয়ই
কিছুটা হলেও
হতাশা থেকে
মুক্তির পথ খুঁজে পেয়েছে।
তবে অভিভাবক ও শিক্ষার্থীরা জানান যে,
গ্রামাঞ্চলে ইন্টারনেটের গতি ও বৈদ্যুতিক সমস্যার কারনে ক্লাসগুলো দেখতে খুব কষ্ঠ হয়। Rajbari Online
School-এর উদ্যোগতা
মোঃ বেলাল
উদ্দিন আহম্মেদ
জানান যে, অনলাইনে লাইভ ক্লাস সফলভাবে চালানোর জন্য দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এবং সহজলভ্য ও শক্তিশালী ইন্টারনেট সার্ভিস। তিনি আরও জানান Rajbari Online
School-এর ক্লাসগুলো
রাজবাড়ী টিভি চ্যানেলে (RCN HD) প্রচার করার সুযোগ করে দেওয়া হলে শিক্ষার্থীরা সর্বাধিক উপকৃত হবে। রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ইকবাল হাসান জানান যে
, ইতমধ্যেই Rajbari Online School-এর সার্বিক কার্যক্রম নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান -এর সাথে বৈঠক হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা
শিক্ষা অফিসার
জনাব সামসুন্নাহার
চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান এবং Rajbari Online School-এর উদ্যোক্তা মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ। অতিরিক্ত জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান-এর সাথে এবিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান। অতিরিক্ত জেলা প্রশাসকের মতানুসারে তিনি আরও জানান যে,
জেলা প্রশাসক
জনাব দিলসাদ
বেগম মহোদয়ের
সাথে এ বিষয়ে বিস্তারিত আলাপ করে উক্ত কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা শিক্ষা অফিসার মহোদয় বলেন যে,
বৈঠক শেষে
Rajbari Online Schoo- এর ফেসবুক পেজে লাইভ ক্লাস পরিচালনাকারী নিবেদিত শিক্ষকদেরকে রাজবাড়ী অনলাইন স্কুল-এর পক্ষ থেকে যে সমস্ত উৎসাহী, নিবেদিত ও দক্ষ শিক্ষক নি:স্বার্থভাবে লাইভ ক্লাস পরিচালনা করছেন তারা হলেন
(১) মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ, সহকারি শিক্ষক (গণিত),
লিয়াকত আলী
স্মৃতি স্কুল
এন্ড কলেজ, বালিয়াকান্দি;
জেলা অ্যাম্বাসেডর,
রাজবাড়ী (২)
দেবাশীষ ভট্রাচর্য্য,
সহকারি প্রধান
শিক্ষক, জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়,
বালিয়াকান্দি (৩)
আল হেলাল, সহকারি শিক্ষক, মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা,
রাজবাড়ী সদর জেলা অ্যাম্বাসেডর,
রাজবাড়ী (৪)
মোঃ রবিউল
ইসলাম, সহকারি শিক্ষক, জয়কৃষ্ণপুর গার্লস ফাজিল মাদ্রাসা, পাংশা জেলা অ্যাম্বাসেডর,
রাজবাড়ী (৫)
মোহাম্মাদ আব্দুল কাদের ভূঁইয়া,
সহকারি শিক্ষক, আড়কান্দি উচ্চ বিদ্যালয়,
বালিয়াকান্দি (৬)
মোঃ শাকিল
আহমেদ, সহকারি শিক্ষক (ইংরেজী),
লিয়াকত আলী
স্মৃতি স্কুল
এন্ড কলেজ, বালিয়াকান্দি
(৭) আবু হেনা, সহকারি শিক্ষক, অলংকারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বালিয়ূাকান্দি
(৮)মোহাম্মাদ
জাহাঙ্গীর হোসেন,
সহকারি শিক্ষক, মুনছুর আলী উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি
(৯) মাসুদ রানা , সহকারি শিক্ষক, রাইপুর কেএসএম একাডেমী,
কালুখালি; জেলা অ্যাম্বাসেডর, রাজবাড়ী
(১০) রেহানা পারভীন, সহকারি শিক্ষক, জামতলা দালিল মাদ্রাসা,
গোয়ালন্দ; জেলা অ্যাম্বাসেডর, রাজবাড়ী
(১১) শাহিন আল মাসুদ,
সহকারি শিক্ষক, বালিয়াকান্দি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়,
বালিয়াকান্দি এবং জেলা অ্যাম্বাসেডর,
রাজবাড়ী (১২)
অলোক চন্দ্র
দাস, সহকারি শিক্ষক, সুলতানপুর উচ্চ বিদ্যালয়,
রাজবাড়ী সদর;
জেলা অ্যাম্বাসেডর,
রাজবাড়ী (১৩)
মোঃ
আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক, আর.এস. কে ইনষ্টিটিউট,
রাজবাড়ী
সদর (১৪)
সংগীতা হালদার, সহকারি শিক্ষক, কাজী আব্দুল মাজেদ একাডেমী, পাংশা, রাজবাড়ী (১৫) মোঃ লিয়াকত আলী সরদার, সহকারি শিক্ষক, অংকুর স্কুল এন্ড কলেজ, রাজবাড়ী সদর, রাজবাড়ী (১৬) মোঃ
তৈয়োবুর রহমান,
সহকারি শিক্ষক, চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলা অ্যাম্বাসেডর,
রাজবাড়ী (১৭)
মোঃ শরীফুল
ইসলাম, সহকারি শিক্ষক, পাংশা পাইলট গার্লস স্কুল, পাংশা,
রাজবাড়ী (১৮)মোঃ জাহিদুর রহমান,
সহকারি শিক্ষক, বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজ এবং জেলা অ্যাম্বাসেডর, রাজবাড়ী
(১৯)পঙ্কজ
কুমার গোশ্বামী, সহকারি শিক্ষক
অলংকারপুর
আদর্শ উচ্চ
বিদ্যাল, বালিয়াকান্দি
(২০) অমিও বোস, সহকারি শিক্ষক, চাপরি মাধ্যমিক বিদ্যালয়,
বালিয়াকান্দি । অতিথি শিক্ষক হিসেবে আছেন
(১) সৈয়দা শাহিনুর পারভীন,
সহকারি শিক্ষক, হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়,
বাকালিয়া, চট্রগ্রাম;
জেলা অ্যাম্বাসেডর,
চট্রগ্রাম (২)সেলিনা খাতুন, সহকারি শিক্ষক, নূর কাজী হালিমা মহিলা মাদ্রাসা,
ফটিকছড়ি, চট্রগ্রাম;
জেলা অ্যাম্বাসেডর,
চট্রগ্রাম (৩)তাসলিমা বেগম, সহকারি শিক্ষক, চরফ্যাশন সরকারী টি ব্যারেট মডেল মাধ্যমিক, ভোলা,
বরিশাল । এছাড়া রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০ জন উদ্যোগী এবং দক্ষ শিক্ষক রাজাবাড়ী অনলাইন স্কুলে ক্লাস পরিচালনার জন্য প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছেন।
Rajbari Online School -এর লাইভ ক্লাসের সার্বিক ত্ববাধান ও পৃষ্ঠপোষকতায় রয়েছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান (শিক্ষা ও আইসিটি); জেলা শিক্ষা অফিসার জনাব সামসুন্নাহার চৌধুরী; জনাব মোঃ ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রাজবাড়ী সদর; জনাব কাজী এজাজ কায়সার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বালিয়াকান্দি এবং মোঃ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গোয়ালন্দ, রাজবাড়ী।
No comments:
Post a Comment