পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার “ পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিংমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে বুধবার সকালে নারুয়া, জঙ্গল ও জামালপুর ইউনিয়নে কার্যক্রম শুরু করা হয়েছে। এরআগে বালিয়াকান্দি ও বহরপুর ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বালিয়াকান্দি থানার আয়োজনে নারুয়া ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম উদ্বোধন করেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা। এসময় নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, বালিয়াকান্দি থানার এস,আই মামুন অর রশিদ, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, নারুয়া বাজার বনিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক আঃ গনি শেখ, বালিয়াকান্দি থানার এ, এস,আই সোহেল রানাসহ ইউপি সদস্য ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
পরে বালিয়াকান্দি থানার আয়োজনে জঙ্গল ও জামালপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম উদ্বোধন করেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা। এসময় জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, থানা পুলিশের সদস্যরাসহ ইউপি সদস্য ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ কার্যক্রমের ফলে ইউনিয়ন এলাকার অনেক অপরাধ হ্রাস পাবে। পুলিশের সেবা দ্রুত জনগনের দ্বোরগোড়ায় পৌছে যাবে।
Saturday, July 18, 2020

বালিয়াকান্দিতে ৩টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment