রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর ভাঙ্গনে দুটি ইউনিয়নের বাসিন্ধারা প্রতিবছর ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ভাঙ্গন প্রতিরোধে পর্যাপ্ত জিও ব্যাগ ফেলানোর কাজ করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর ভাঙ্গনে দুটি ইউনিয়নের বাসিন্ধারা প্রতিবছর ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ভাঙ্গন প্রতিরোধে পর্যাপ্ত জিও ব্যাগ ফেলানোর কাজ করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশে বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আবু দারদা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডের গয়াসপুর, নারুয়া গ্রামের কবি সাদেক আলী দেওয়ানের বাড়ী এলাকা, সোনাকান্দর খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় নারুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, সোনাকান্দর খেয়াঘাট, নারুয়া গ্রামের কবি সাদেক আলী দেওয়ানের বাড়ীর নিকট, নারুয়া বাজার গয়াসপুর গ্রাম, পুষআমলা, পোটরা বেড়িবাধ এলাকায় জরুরী ভিত্তিতে কাজ করা প্রয়োজন হয়ে দাড়িয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী গড়াই নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এর তীরসংলগ্ন নারুয়া ও জঙ্গল ইউনিয়নের কিছু জায়গায় নদীভাঙ্গন দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত ২৯ জুন ভাঙ্গন পরিদর্শন শেষে জেলাপ্রশাসক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ২৫০কেজি ওজনের জিও ব্যাগ স্থাপনের কার্যক্রম শুরু করে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান বলেন, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে ৫নং ওয়ার্ডের পুশআমলা গ্রামে অবস্থিত সমাধিনগর বাজার হতে নারুয়াগামী রাস্তা সংলগ্ন গড়াই নদীর তীরবর্তী নদীভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ২৫০কেজি ওজনের জিও ব্যাগ ৪৮০৮টি ৮০ মিটার ২১ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যায়ে স্থাপনের কাজ শুরু হয়েছে।
No comments:
Post a Comment