ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে রেজাউল করিম ও সাইফুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে রেজাউল করিম ও সাইফুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকালে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে অভিযানিক দল ঝিনাইদহ শহরের আরাপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সামনে থেকে হরিণাকুন্ডুর চরপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে রেজাউল করিম ও সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে সাইফুলকে আটক করে। তাদের কাছ থেকে র্যাব ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট, ০৬টি সীম কার্ড এবং নগদ ১০,৫২০/- টাকা জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
Thursday, July 9, 2020

ইয়াবাসহ র্যাবের হাতে দুই মাদক বিক্রেতা আটক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment