মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করেছে সেনাবাহিনী।
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করেছে সেনাবাহিনী। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন।
দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৭ জন ও ৩ জন বেসামরিক চিকিৎসক ৫ শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদাণ করে। ক্যাম্পের পরিচালনায় ছিল ৫৫ পদাতিক ডিভিশনের জুনিয়র টাইগার্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স।
দুপুরে মেডিকেল ক্যাম্প পরিদর্শণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক বিগ্রেড কমান্ডার জেনারেল এবিএম ফয়সাল বাতেন। এসময় ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাসির উদ্দিন, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Thursday, July 9, 2020

ঝিনাইদহে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment