ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ বেশ কিছুদিন একটানা ভারী বর্ষনে দেশের অন্যান্য জেলার মত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গড়াই নদীতেও বেড়েছে পানির তীব্র স্রোত ও সেই সাথে ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙ্গন। ইতিমধ্যে নারুয়া, সোনাকান্দর, কবি সাদেক আলীর বাড়ির এলাকাসহ প্রায় তিন কিলোমিটার নদীর পাড় ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।
নদী ভাঙ্গন রোধে বুধবার দুপুরে নারুয়া এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধন করেছে এলাকার লোকজন। মানব বন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাসেম আলী শেখ, নারুয়া ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, আলী মোল্লা, শ্রমিক নেতা শেখ মহিদুল ইসলামসহ এলাকাবাসী।
No comments:
Post a Comment