ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড়ঘিকমলা গ্রামের হালীম মল্লিকের ছেলে আল রাফী নামের তিন বছরের এক শিশু খালের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের ঘোষাখালী খালের পানিতে পড়ে তার মৃত্যু ঘটে। নারুয়া নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দল খালেক মন্ডল জানান, বাড়ীর পাশের ঘোষখালী খালে খেলতে খেলতে আল রাফী পানিতে পড়ে যায়। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
No comments:
Post a Comment