আসন্ন কোরবানীকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে। এবার গৃহস্তের সামনে দিয়ে ট্রাকে করে ৩টি গরু নিয়ে গেছে চোরেরা।
স্টাফ রিপোর্টার ॥ আসন্ন কোরবানীকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে। এবার গৃহস্তের সামনে দিয়ে ট্রাকে করে ৩টি গরু নিয়ে গেছে চোরেরা।
জানাগেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের সমর বসুর গোহাইল থেকে ১টি বকনা, ২টি এড়ে বাছুর নিয়ে যায় চোরেরা। বাড়ীর মালিক সমর বসুর ছেলে সঞ্জয় বসু রাতে গরু দেখতে উঠলে দেখতে পায় গোয়াল ঘরে ৩টি বাছুর নেই। আশপাশে খোজাখুজি করতে থাকে। পরে ডাবরার ব্রীজের নিকট দেখতে পান পিকআপে গরু উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। চিৎকার চেচামেচি করেও কোন লাভ হয়নি।
Saturday, July 18, 2020

বালিয়াকান্দিতে গৃহস্তের সামনে দিয়ে নিয়ে গেল ৩টি গরু!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment