রাজবাড়ীতে বপিুল পরমিাণ ইয়াবাসহ রাজবাড়ী সদর থানা এলাকা হতে একজন রোহঙ্গিা মাদক ব্যবসায়ীকে আটক করছেে র্যাব-৮, সপিসি-ি২, ফরদিপুর ক্যাম্পরে সদস্যরা।
এস এম রাহাত হোসনে ফারুক রাজবাড়ী প্রতনিধিঃ
রাজবাড়ীতে বপিুল পরমিাণ ইয়াবাসহ রাজবাড়ী সদর থানা এলাকা হতে একজন রোহঙ্গিা মাদক ব্যবসায়ীকে আটক করছেে র্যাব-৮, সপিসি-ি২, ফরদিপুর ক্যাম্পরে সদস্যরা।
আটককৃত মোহাম্মদ শাহ (২৫), ময়িানমার দশেরে বছদিহ জলোর মুন্ডু থানার পাদগুনা গ্রামরে আব্দুল কাদরেরে পুত্র। রাজবাড়ী সদর উপজলোর আহলাদীপুর গ্রাম এলাকায় অভযিান চালয়িে তাকে আটক করা হয়।
বুধবার সকালে ফরদিপুর ক্যাম্পরে কোম্পানী অধকিায়নক দবোশীষ র্কমকার প্রসে বজ্ঞিপ্তরি মাধ্যমে বষিয়টি নশ্চিতি করছেনে। তনিি জানান, গোপন সংবাদরে ভত্তিতিে অভযিান চালয়িে ১ হাজার ৫ পসি ইয়াবাসহ, মাদক দ্রব্য ক্রয়-বক্রিয় কাজে ব্যবহৃত ০২ টি সীমর্কাডসহ ০১ মোবাইল ফোন এবং মাদক বক্রিতি ৫শ টাকাসহ তাকে আটক করা হয়। প্রাথমকি জজ্ঞিাসাবাদে জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বক্রিয়রে উদ্দশ্যেে নজি হফোজতে রখেছেলি এবং র্দীঘদনি যাবৎ অবধৈ মাদক দ্রব্য রাজবাড়ী জলোর বভিন্নি এলাকার মাদক ব্যবসায়ীদরে নকিট পাইকারী ও খুচরা বক্রিয় করে থাকে বলে স্বীকার করছেনে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রফেতারকৃত আসামীর বরিুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়ছেে বলওে তনিি জানান।
Wednesday, July 22, 2020

রাজবাড়ীতে রোহঙ্গিা মাদক ব্যবসায়ী ১ হাজার ৫ পচি ইয়াবাসহ আটক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment