বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আসছে নতুন মাদক উঙ্গ। ফেন্সিডিলের বিকল্প হিসাবে এই মাদক ঢাকাসহ সারা বাংলাদেশের বিভিন্ন শহরে প্রবেশ করছে বলে জানা যাচ্ছে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক জানান ১৯ জুলাই সকালে কাজীরবেড় ইউনিয়নের কাজীরবেড় গ্রামের বাঁশ ঝাড়ের মধ্যে হতে পলিয়ানপুর বিজিবির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় উরধষবী উঙ্গ সিরাপ আটক করে। এবিষয়ে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার সাথে আলাপকালে জানা যায় , উরধষবী উঙ্গ সিরাপটিতে ফেন্সিডিলের ন্যায় অনুরুপ উপাদান থাকায় সিরাপটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে কাজ করছে।
বিজিবি কর্তৃক ফেন্সিডিলের ব্যাপারে ব্যাপক অভিযান পরিচালনার কারণে মাদক চোরাকারবারীরা উক্ত ফেন্সিডিলের বিকল্প হিসেবে উরধষবী উঙ্গ সিরাপটি পার্শবর্তী দেশ হতে নিয়ে আসছে, যা সাধারণ মানুষের কাছে অপরিচিত হলেও মাদককারবারীদের কাছে মাদক হিসেবেই পরিচিত।
No comments:
Post a Comment