আর কে আকাশ, বাংলার মুখ: পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ডিজিএএফআই এর মহা-পরিচালক মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবি, এমডিএস, এনডিইউ, পিএসসি।
রবিবার জননেত্রী শেখ হাসিনা সরকারের ‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চের’ ব্যানারে তিনি বেলা ১১টায় ঈশ্বরদীর ইক্ষু গবেষণা কেন্দ্রে, সাড়ে ১১টায় আটঘরিয়ার দেবোত্তরে কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় ও সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে তাল গাছের চারা লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির ব্যাপারে মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবি বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছি। গাছ লাগানোর ফলে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা যাবে তেমনি অন্যদিকে খাদ্যেরও নিশ্চয়তা হবে। সেই লক্ষ্যেই আমরা বৃক্ষরোপণের এই কর্মসূচি পালন করছি।’
এসময় জননেত্রী শেখ হাসিনা সরকারের ‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চের’ মুখপাত্র মশিউর রহমান বিপ্লব, আলামিন হোসেন, হৃদয়ে পাবনার আহ্বয়ক আর কে আকাশ, যুবলীগ নেতা বাবু, ছাত্রলীগ নেতা শাওন, রাসেল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment