ফরিদপুরের মধুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে ভোটের আগেই ভোট শুরু হয়েছে।
শাহজাহান হেলাল , ফরিদপুর জেলা প্রতিনিধি ২১ সেপ্টম্বর সোমবার ঃ উপজেলার গাজনা ও কোরকদী ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন করতে তৃণমূলে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন শুরু হয়েছে। তবে উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীর সংকট রয়েছে।
রোববার বিকেলে মধুখালী প্রেসক্লাব এলাকায় দলীয় কার্যালয়ে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের ভোট গহণ করা হয় । ১১৬ জন ভোটারের মধ্যে ৫৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল।
ভোট গ্রহনের ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চেীধুরী ইরান, সহ সভাপতি , গোলাম মোস্তফা বাকি, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মদ সতেজ, যুবদল নেতা মোঃ কামরুজ্জামান মিন্টুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। তৃণমূলের ভোটে মোঃ মেহেদী হাসান প্রথম প্রাপ্ত ভোট-৫৭, তারিকুল ইসলাম এনামুল দ্বিতীয় প্রাপ্ত ভোট-২ প্রার্থী ছিলেন ২ জন। তবে ভোট প্রত্যাখ্যান
করেছেন তারিকুল ইসলাম এনামুল। উপজেলা বিএনপি কোরকদি ইউনিয়নের একক দলীয় প্রার্থী হিসেবে মোঃ মেহেদী হাসানকে ঘোষনা করে। তারিকুল ইসলাম এনামুল প্রাথী নির্বাচনে বিভিন্ন অভিযোগ এনে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। ২০ অক্টোবরের কোরকদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে তাঁর মোবাইলে নিশ্চিত করেন তিনি সাংবাদিকদের ।
অপরদিকে উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় কোন প্রার্থী নির্বাচনে আগ্রহী না থাকায় দলীয় প্রার্থী সংকটে বিএনপি।
ভোট গ্রহন ২০ অক্টোবর ২০২০ খ্রিঃ। এ দুটি ইউনিয়নে সাধারন নির্বাচন অনুষ্ঠানের তফসীল ঘোষনা করা হয়েছে।
No comments:
Post a Comment