রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে সোমবার বিকালে শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে উপজেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,
থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাম গোপাল চ্যাটার্জী, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী, বহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র মন্ডল প্রমুখ্য। এ সময় উপজেলার সাতটি ইউনিয়নের ১৪৮টি পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment